মনোনয়নপত্র জমা দিলেন ছয় প্রার্থী

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
১১:০৫ অপরাহ্ন



মনোনয়নপত্র জমা দিলেন ছয় প্রার্থী

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ছয় প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক রয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ জুন) রিটার্নিং অফিসার কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা ও শেখ জাহিদুর রহমান মাসুদ মনোয়নপত্র দাখিল করেছেন।

এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।


এন এইচ/বি এন-১২