নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২১
০৯:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
০৯:১৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাবিবুর রহমান হাবিব।
আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
জানা গেছে, নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নাম প্রস্তাবকারী হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এবং সমর্থনকারী হয়েছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, নাজনীন হোসেন প্রমুখ।
কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন হাবিবুর রহমান হাবিব। এরপর যুক্তরাজ্য প্রবাসী হলে সেখানে প্রথমে যুবলীগের রাজনীতি সক্রিয় ছিলেন। সর্বশেষ যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি নিজ এলাকায় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে সদস্য করা হয় হাবিবকে। এর আগে ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনেও সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন চান হাবিব।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬১৮ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন।