গোলাপগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জে কৃষি শেডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুন) এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

বিকেল ৪টায় উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নে নির্মিত উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের দামড়ীর হাওরে কৃষি শেডের উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে উন্নয়নের অগ্রযাত্রাযকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কৃষি, যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের এক রোল মডেল। এই অগ্রগতি অব্যাহত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ কারণেই সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা বাবুল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন।

এর আগে বেলা ২টায় লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ প্রাথমিক বিদ্যালয় থেকে চৌধুরীপাড়া লেছরাপাড়া পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা, ফুলসাইন্দ স্কুলের সামনে থেকে কলাই টিলার সম্মুখ পর্যন্ত আরসিসি ঢালাইয়ে পাকাকরণকৃত রাস্তা ও ফূলসাইন্দ দাখিল মাদরাসার নবনির্মিত ওয়াশব্লকের উদ্বোধন করেন অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশরাফুজ্জামান আশু, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, কার্যকরী সদস্য ক্বারি তোফায়েল আহমেদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কিশেম লিপু, প্রচার সম্পাদক বুরহান আহমদ, কৃষি সম্পাদক আবু জাহিদ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর আহমদ নুনু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসুদ আফছর, ইউপি সদস্য কয়েছ, ইউপি সদস্য আবুল হোসেন, ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, নয়ন আহমদ, তানজিম হোসেন প্রমুখ।


এফএম/আরআর-১২