শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ০৫, ২০২১
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২১
০২:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাংয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বাবার ওপর অভিমান করে আজ শুক্রবার (৪ জুন) সন্ধ্যার দিকে মো. মাহিন (১৫) নামের ঐ শিক্ষার্থী আত্মহত্যা করে।
নিহত স্কুল শিক্ষার্থী পুরাসুন্দা গ্রামের পল্লী চিকিৎসক আরব আলীর ছেলে। সে শাহজীবাজার পিডিবি স্কুলে অধ্যয়নরত ছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মাহিনের বাবা আরব আলী তাকে গালিগালাজ করেছিলেন। এরই জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাহিন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এস আই তোরণসহ একটি টিম লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাহিনের রুমে একটি চিরকুট পাওয়া গেছে। এতে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আমাদের হাতে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।
আরসি-১৮