শায়েস্তাগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান কামনা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুন ০৪, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান কামনা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মাদরাসাছাত্র মইনুল হোসেন (১২) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মইনুল হোসেন হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের মো. জিতু মিয়ার ছেকে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের উলুহর মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদরাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল। 

জানা গেছে, গত মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় মাদরাসা থেকে কাউকে কিছু না বলে কোথাও চলে যায় মইনুল। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মইনুল হোসেনের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি ও তার পরনে টিয়া রঙের পাঞ্জাবি। সে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নম্বর ৯৮।

যদি কেউ নিখোঁজ মইনুল হোসেনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা মোছা. হাসনা বেগম (০১৭৪৪-৮২০৫২১)।


এসডি/আরআর-১০