খেলা ডেস্ক
জুন ০৩, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালে এএফসি কাপ আয়োজন করায় টুর্নামেন্টি পেছানোর আবেদন করেছিল বসুন্ধরা কিংস। তাদের আবেদনের প্রেক্ষিতে অগাস্টে এএফসি কাপ আয়োজনের নতুন সিদ্ধান্ত জানিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
মে মাসের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এএফসি কাপের জন্য ৩০ জুন থেকে ৬ জুলাই সূচি নির্ধারণ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কিন্তু একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলবে বলে এএফসির কাছে খেলা পেছানোর আবেদন করে বসুন্ধরা কিংস।
নতুন সূচি অনুযায়ী, খেলা শুরু হবে ১৫ অগাস্ট ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস এফসির প্লে-অফ ম্যাচ দিয়ে। এ ম্যাচের জয়ীরা সুযোগ পাবে ‘ডি’ গ্রুপে খেলার। বসুন্ধরা কিংস প্রথম ম্যাচ খেলবে ১৮ অগাস্ট, মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টসের বিপক্ষে। ২১ অগাস্ট প্লে-অফ বিজয়ী আর ২৪ আগস্ট ভারতের দল মোহন বাগানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশের দলটি।
নতুন সূচিতে অবশ্য ভেন্যুর নাম ও ম্যাচ শুরুর সময় উল্লেখ করেনি এএফসি। অনুরোধে সাড়া দেওয়ায় এএফসিকে ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। অগাস্টের খেলাগুলোর আয়োজক হওয়ার আবেদন করার কথাও বলেছেন তিনি।
এএন/১০