ক্রীড়া প্রতিবেদক
জুন ০১, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০১, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন
অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও নেদাল্যান্ডস। হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় আয়োজিত টুর্নামেন্টের নকআউটপর্ব শুরু হয়েছে সোমবার।
এই পর্বের প্রথম দিনে শেষ মুহূর্তের গোলে নেদাল্যান্ডস ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ম্যাচের ২৩ মিনিটে উপমেক্যানোর গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫১ বোয়াডোর গোলে সমতায় ফিরে নেদারল্যান্ডস। ম্যাচের শেষ মুহূর্তে ৯৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের জয় নিশ্চিত করেন বোয়াডো।
একই সময়ে অনুষ্ঠিত অপর ম্যাচে স্পেন অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। ম্যাচের ৬৬ মিনিটে পুয়াডোর গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচ জয় যখন স্পেনের সময়ের ব্যাপার তখনই ম্যাচের ৯৪ মিনিটে ইভনোসেচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। তবে তাদের শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১১০ মিনিটে জয়সুচক গোল করেন পুয়াডো।
এএন/০৫