নবীগঞ্জ প্রতিনিধি
মে ২৫, ২০২১
১০:২০ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
১০:২০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে জয়তুন বিবি (৬৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। তিনি করিমপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার মেয়ে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানার পুলিশ জানতে পারে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোড় গ্রামের পশ্চিম পাশের জোয়াল ভাঙ্গার হাওরে একটি লাশ পড়ে রয়েছে। তাৎক্ষণিক থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে গিয়ে লাশ উদ্ধার করে। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, উদ্ধারকৃত লাশ ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার মেয়ে মানসিক ভারসাম্যহীন জয়তুন বিবির।
লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ সংবাদ লেখা পযর্ন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি পুলিশ।
এএম/আরআর-০৩