মাধবপুর প্রতিনিধি
মে ২৪, ২০২১
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
০২:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলার মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তনয় দেব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) সন্ধ্যায় আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তনয় দেব ওই এলাকার তুলসী দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পানি তোলার জন্য সাবমার্সেল পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর হয় তনয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আন্দিউরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএম/আরআর-১১