সিলেট-৩ আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২১
১১:১২ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
১১:১২ অপরাহ্ন



সিলেট-৩ আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় শূন্য হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনসহ জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রবিবার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মে) দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের যে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, তা বিএনপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকাল ১১টায় শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

এছাড়া আগের দিন বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হবে।

বিএ-০৬