নবীগঞ্জ প্রতিনিধি
মে ২৩, ২০২১
১০:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
১০:৪০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে রাতের আঁধারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির খড়ের ঘর, গোয়ালঘর ও লাকড়ির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (২২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের মৃত কামিনী সূত্রধরের ছেলে কাঞ্চন সূত্রধরের বসতবাড়ির খড়ের ঘর, গোয়ালঘর ও লাকড়ির ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে ওই বাড়ির অন্যান্য লোকজন ও গ্রামবাসীর সহযোগিতায় আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ব্যাপারে ঘরের মালিক ক্ষতিগ্রস্ত কাঞ্চন সূত্রধর জানান, আগুনে পাশাপাশি থাকা খড়ের ঘর, গোয়ালঘর ও লাকড়ির ঘর এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি পুড়ে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কাঞ্চন সূত্রধর স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেছেন। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।
এএম/আরআর-০২