মাধবপুর প্রতিনিধি
মে ২৩, ২০২১
১২:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
১২:০০ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ মে) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
দণ্ডপ্রাপ্ত মো. ওসমান গণী পলাশ (৩৫) নোয়াপাড়া শাহপুর গ্রামের হাসিব আলীর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ি গেটের পাশের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওসমান গণী। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসএম/আরআর-০৭