বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


মে ২২, ২০২১
০৬:৩১ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০৬:৩১ অপরাহ্ন



বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড় দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল।

ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক। বাবুনগরীর পক্ষে গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন তিনি।

ফারুকীকে ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ’ হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে বলে জানান লে. কর্নেল মশিউর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ডাকা বিক্ষোভে সরকারি দলের নেতাকর্মীদের হামলাকে ঘিরে ২৬ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সব ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজন হেফাজত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেতাদের কয়েক বছরের পুরোনো মামলাও গ্রেপ্তার দেখানো হচ্ছে।

শেষ পর্যন্ত চাপে পড়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করে কাওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি।

বিএ-০৪