শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জের অলিপুর রেলগেইট থেকে ৩০ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৯ মে) রাত ৯ টায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার দক্ষিণ বীরপাশা গ্রামের ধনু মিয়ার ছেলে হোসেন মিয়া (৩৮) ও মৌলভীবাজারের বনুপীর ইউনিয়নের মৃত আলী আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএইচডি/বিএ-১৭