করোনায় একদিনে ৩৭ মৃত্যু, শনাক্ত ১৬০৮

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২১
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
০৯:৫১ অপরাহ্ন



করোনায় একদিনে ৩৭ মৃত্যু, শনাক্ত ১৬০৮

করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার  ৬০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৭.৮৩ শতাংশ। এ পর্যন্ত দেশে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ৩৭ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬০৮ জন।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

বি এন-০৭