জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

জুড়ী প্রতিনিধি


মে ১৭, ২০২১
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২১
০৮:০০ পূর্বাহ্ন



জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার নাইট চৌমুহনীর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীদের তিন ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী চৌমুহনীর করিম আলী নামের বস্তার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আর এন এন্টারপ্রাইজের দুটি দোকানসহ পাশের আরও ৪ থেকে ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও হাজ্বী নুর জলিল ভিলার ৬ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কুলাউড়া, বড়লেখা ও রাজনগরের ফায়ার সার্ভিসের মোট ৬ টি ইউনিটের ৩ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা। তিনি  জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি বস্তুার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের কর্মীদের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এইচআরকে/আরসি-০২