সিলেট মিরর ডেস্ক
মে ১৬, ২০২১
১১:২০ অপরাহ্ন
আপডেট : মে ১৬, ২০২১
১১:২০ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে বিধিনিষেধ তথা লকডাউন-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ রবিবার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৭ থেকে ২৩ মে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিধি-নিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে।
তবে এসময় দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় এ বিধি-নিষেধ ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
এতে আরো বলা হয়, এসময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে।
খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে 'লকডাউন' ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা 'লকডাউন' হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে 'কঠোর লকডাউন' ঘোষণা করে সরকার। সবশেষ তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।
আরসি-১০