সিলেটে করোনায় মৃত্যু ভারতফেরত নারীর

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
০২:০৪ পূর্বাহ্ন



সিলেটে করোনায় মৃত্যু ভারতফেরত নারীর

ভারত থেকে সিলেটে আসা করোনা আক্রান্ত এক নারীর মারা গেছেন। আজ বুধবার (১২ মে) সকাল ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মারা যান তিনি। 

জানা গেছে, মৃত নারীর নাম আসমা বেগম (৪৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১১ টার পর ওই নারী মারা যান৷ তিনি করোনা আক্রান্ত ছিলেন। '

তিনি আরও বলেন, ওই নারী প্রথমে ওসমানী হাসপাতাল আসেন তখন আমাদের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠান। পরে যখন আমরা শুনি তার চিকিৎসার প্রয়োজন তখন তাকে আবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

দুপুরেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ওই নারী আজকেই সিলেটে এসেছেন। তার নমুনা পরীক্ষা করা হয় যশোরে৷'

তার শরীরে ভারতীয় করোনার ধরন আছে কি না এবিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'মৃতের নমুনা যশোরে কালেক্ট করা হয়েছে। পরীক্ষা করলে তারাই করবে।'

এনএইচ/আরসি-১৫