সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন
চট্টগ্রামে নাশকতার মামলায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের টেরিবাজার ও ষোলশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামের আমীর জহিরুল ইসলাম এবং নগরের ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের আমীর মো. নূর হোসেন মাস্টার। তাদের মধ্যে জহিরুল ইসলামকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও নূর হোসেন মাস্টারকে চান্দগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, নূর হোসেন মাস্টারের বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরকের মামলা রয়েছে। পাশাপাশি গত ১৪ এপ্রিল চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। দুই মামলার পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী বলেন, ‘বাঁশখালী থানা নাশকতার মামলায় জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরসি-০৭