সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২১
০৬:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
০৬:৫৮ পূর্বাহ্ন
জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা এবং তাতে উসকানি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃত একজনের নাম আবু সাকিব। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। আর আলী হাসান ওসামা নামে অন্যজন একজন উগ্রবাদী বক্তা।
কাউন্টার টেররিজম ইউনিটের (ইভেস্টিগেশন) উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার পর সংসদ ভবনের সামনে থেকে ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ সাকিবকে গ্রেপ্তার করা হয়। সাকিব উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে 'শহীদ' হতে সংসদ ভবনে হামলার জন্য এসেছিল। বৃহস্পতিবার রাজবাড়ী থেকে ওসামা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, আর কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। গ্রেপ্তার দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিএ-০৬