নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৫:১৪ পূর্বাহ্ন
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় মোহাম্মদ সাব্বির নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টায় নগরের সুবিদবাজার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শাহজালাল বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়, তিনি নগরের আখালিয়া এলাকায় একটি মেসে থাকতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সাব্বিরের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। প্রায় আধাঘন্টা অবরোধের ফলে সড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।’
আরসি-১৩/এএফ-০২