ঢাকায় সিলেটের স্কুলপড়ুয়া জেএমবির সদস্য গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



ঢাকায় সিলেটের স্কুলপড়ুয়া জেএমবির সদস্য গ্রেপ্তার

ঢাকা থেকে নব্য জেএমবির দুই সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত একজন সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী; যার বয়স ১৬ বছর। 

সাকিব আহমেদ চৌধুরী যাকি নামের অপর ব্যক্তি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। 

মঙ্গলবার (৪ মে) রাতে তাদেরকে রাজধানীর মাতুয়াইল থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময়ে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক ছেলেটির বয়স আনুমানিক ১৬। সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এ সংক্রান্ত প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। 

সে এবং যাকি অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতারাসহ বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ বরাতে ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ নব্য জেএমবির সক্রিয় সদস্য। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিল।

গ্রেপ্তার হওয়া সাকিব অধ্যয়ন শেষে ফ্রি-ল্যান্সিং কাজে যুক্ত ছিলেন। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ।

বি এন-০২