সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২১
০৭:২১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৭:২৩ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মুফতি মাসউদ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক।
এর আগে শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন মাসউদ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০ এপ্রিল পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরসি-১০