মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণার মামলা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৬:৪৮ অপরাহ্ন



মামুনুল হকের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণার মামলা

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি করেন তিনি। মামলার নম্বর ৩০।

মামলার এজাহারে বলা হয়, রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।

প্রসঙ্গত, কদিন আগে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ ধরা পড়েন মামুনুল হক। মামুনুল তাকে স্ত্রী বলে দাবি করেন। তবে ঝর্ণার পরিবার দাবি করেন, মামুনুল তাকে বিয়ে করেননি। বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবহার করেছেন।

আরসি-০৬