মাস্ক না পরলে বেতের বাড়ি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২১
১১:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২১
১২:০৪ অপরাহ্ন



মাস্ক না পরলে বেতের বাড়ি

করোনা সংক্রমণ রোধ করতে ঘরের বাইরে, জনসমাগমস্থলে সবার মুখে মাস্ক নিশ্চিত করতে সরকার ‘বেতের বাড়ি’ বিধান আরোপের কথা ভাবছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানুষকে শুধু সচেতনতার কথা বলে মাস্ক পরানো যাচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরার বিকল্পও নেই। তাই মাস্ক না পরলে শাস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে বেতের বাড়ির বিধান আরোপ করা হতে পারে। আজ-কালের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মাস্ক না পরলে তাৎক্ষণিক কী শাস্তি দেওয়া যায়, ওঠে সে কথাও। তখন বেতের বাড়ির প্রস্তাব করেন একজন। কিন্তু প্রচলিত আইনে বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। এর প্রেক্ষিতে আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি, এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। মানুষকে শুধু সচেতনতার কথা বলে মাস্ক পরানো যাচ্ছে না, যাবেও না। আমরা প্রকাশ্যে যতই বলি মাস্ক পরতে হবে, মানুষ কিন্তু তা মানছে না। তাই শাস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

এরই প্রেক্ষিতে বেতের বাড়ির বিষয়টি কিভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে, তা ভাবা হচ্ছে বলে বৈঠকের একাধিক সূত্র জানায়।

সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি ছোট বৈঠক হতে পারে। এতে বিষয়টির আইনি সমাধান বের করে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

জানা যায়, বেত্রাঘাতের নিয়ম ব্রিটিশ আমলের একটা পর্যায়ে ছিল। পরে তা বাতিল করা হয়। মানুষকে কোনো শাস্তি দিতে গেলে সেই শাস্তির আইনগত ভিত্তি লাগে। বাংলাদেশের বিভিন্ন আইনে বিভিন্ন ধরনের শাস্তির বিধানের কথা বলা আছে। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি শাস্তির বড় বিষয়গুলো রয়েছে পেনাল কোডে। কিন্তু পেনাল কোডে বেত্রাঘাতের বিধান নেই। বেত্রাঘাতের শাস্তি দিতে গেলে নতুন আইন করতে হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান।

তিনি বলেন, ‘যেকোনো শাস্তি একটি মৌলিক সিদ্ধান্তের বিষয়। এটা কোনো আদেশ বা প্রজ্ঞাপন দিয়ে হওয়া সম্ভব নয়। সরকার হয়তো আইন প্রণয়ন করবে অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে এর বৈধতা দিতে পারে।’

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, হুইপিং (চাবুক) অ্যাক্ট নামে ১৯০৯ সালের একটি আইন এখনও চালু আছে। কিন্তু সেই আইনে কী কী অপরাধ করলে চাবুক মেরে শাস্তি দেওয়া যাবে তার উল্লেখ আছে। তাই মাস্ক পরার ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে সংশোধনের মাধ্যমেও বেতের বাড়ির বিধান সংযুক্ত করা হতে পারে।

আরসি-০৫

সূত্র: কালের কণ্ঠ