ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেন ফোনালাপ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০৭:৪৬ পূর্বাহ্ন



ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেন ফোনালাপ

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

টুইট বার্তায় যে কথোপকথনকে ‘ফলপ্রসূ কথোপকথন’ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার রাতে দুই দেশের শীর্ষনেতার সঙ্গে কথা হয়। আলোচনায় যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির বিষয়টিও ওঠে আসে।

রবিবারই মোদি সরকারকে করোনার টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরের দিনই করোনা সংকট নিয়ে কথা হল মোদি-বাইডেনের।

এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্স-সহ বিশ্বের একাধিক দেশ।

বাইডেনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন টাইটারে মোদি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ভারতের দিকে যুক্তরাষ্ট্রের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি।’

আরসি-০২