সিলেটে টিকার সঙ্কট, মজুত আছে মাত্র ‘এক সপ্তাহের’

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৬, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৮:২৮ অপরাহ্ন



সিলেটে টিকার সঙ্কট, মজুত আছে মাত্র ‘এক সপ্তাহের’

সারাদেশের মতো সিলেটে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রয়োগের কর্মসূচি চলছে দুই মাসের বেশি সময় ধরে। যদিও পরিকল্পনা অনুযায়ী এখনও টিকার সংস্থান করতে পারেনি বাংলাদেশ। ফলে সারাদেশের মতো সিলেটেও দেখা দিয়েছে টিকার সঙ্কট। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মজুত টিকা দিয়ে আর মাত্র এক সপ্তাহ টিকা কার্যক্রম চালানো যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের মতো সিলেটে শুরু হয় করোনার টিকা কার্যক্রম। এখন পর্যন্ত বিভাগে ৩ লাখ ১৯৯ জন মানুষ প্রথম ডোজ নিয়েছেন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন।

গতকাল রবিবার (২৫ এপ্রিল) টিকা দেওয়ার পর বিভাগে মজুত রয়েছে ৪ হাজার ৮৯৬ ভায়েল টিকা। এক ভায়েলে ১০ ডোজ টিকা দেওয়া যায় অর্থাৎ বর্তমানে ৪৮ হাজার ৯৬০ ডোজ টিকা মজুত রয়েছে। এ অবস্থায় আজ সোমবার (২৬ এপ্রিল) থেকে সারাদেশের মতো সিলেটেও বন্ধ থাকবে টিকার প্রথম ডোজের কার্যক্রম।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. নুরে আলম শামীম সিলেট মিররকে বলেন, ‘পর্যাপ্ত টিকা মজুদ না থাকায় প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে প্রথম ডোজের গ্রহীতাও কম।’ সিলেটে বর্তমানে যে পরিমান টিকা রয়েছে তাতে দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেট বিভাগে টিকার মজুত পর্যাপ্ত নয়। এই টিকা দিয়ে আরও এক সপ্তাহ চালানো যাবে। পরবর্তী বিষয় দেশের অবস্থার উপর নির্ভর করবে।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার সিলেট বিভাগে ৭ হাজার ৫৬৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়া প্রথম ডোজ নিয়েছেন ৭০০ জন। সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৬৬৭ জন। এদের মধ্যে ২ হাজার ৩৮২ জন পুরুষ এবং ১ হাজার ২৮৫ জন নারী। সুনামগঞ্জে নিয়েছেন ১ হাজার ৩০৩ জন। এদের মধ্যে ৭৯০ জন পুরুষ এবং ৫১৩ জন নারী। হবিগঞ্জে নিয়েছেন ১ হাজার ১৪৯ জন। এদের মধ্যে ৬৯০ জন পুরুষ এবং ৪৫৯ জন নারী। আর মৌলভীবাজারে টিকা নিয়েছেন ১ হাজার ৪৪৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৪০ জন পুরুষ এবং ৬০৮ জন নারী।

এছাড়া এ দিন প্রথম ডোজ টিকা নিয়েছেন সিলেট জেলায় ২১৭ জন, সুনামগঞ্জে ১২৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১৯২জন। সিলেট নগরে গতকাল রবিবার ১ হাজার ৬১৪ জন দ্বিতীয় ডোজ এবং ১২৩ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৪০০ জন। এর মধ্যে ৮৫৮ জন পুরুষ এবং ৫৪২ জন নারী। এ কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন ১১০ জন। এর মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৫৫ জন নারী। নগরের আরেক কেন্দ্র পুলিশ হাসপাতালে ২১৪ জন দ্বিতীয় ডোজ এবং ১৩ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে ১৪৪ জন পুরুষ এবং ৭০ জন নারী। প্রথম ডোজ নিয়েছেন ১১ জন পুরুষ এবং ২জন নারী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ লাখ ২৬ হাজার ৮৬৬ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৮১ লাখ ৪৫ হাজার ২৬৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এনএইচ/বিএ-০৬