বোরো ধানের দাম ১৫০০ টাকা মণ নির্ধারণের দাবি বাসদের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৫, ২০২১
০৭:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৭:৫৯ পূর্বাহ্ন



বোরো ধানের দাম ১৫০০ টাকা মণ নির্ধারণের দাবি বাসদের

বোরো ধানের দাম মণপ্রতি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান সরকারিভাবে কেনার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

শনিবার দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বলেন, দেশের হাওর অঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও এখন পর্যন্ত সরকার ধান কেনার জন্য দাম নির্ধারণ করেনি। ধানের দাম নির্ধারণ না করলে কৃষকরা কৃষি কাজ করে টিকে থাকতে পারবেন না। উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করলে ধানের দাম মণপ্রতি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা উচিত।

খালেকুজ্জামান বলেন, সরকারের ভুলনীতির কারণে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বাজারে বাড়তি দামে চাল কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। কারণ, কৃষক ধান উৎপাদন করেন, চাল নয়। আর সরকার চাল বেশি কিনে ধান কম কেনে। এতে সরকার মধ্যস্বত্বভোগী চাতাল ও মিল মালিকদের মুনাফার স্বার্থই রক্ষা করে।

বিবৃতিতে বলা হয়, কৃষক ও ভোক্তা বাঁচাতে কৃষকের কাছ থেকে ধান কেনা প্রয়োজন।

আরসি-০২