নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২১
০৬:২৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা যাবে।
শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষিরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ১৪ এপ্রিল থেকে দুই দফায় সারাদেশে কঠোর ‘লকডাউন’ চলছে। যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
বিএ-০৪