সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৭:৩০ পূর্বাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারকে দানবের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এর হাত থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। বর্তমান ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি নয় সরকারই সম্পৃক্ত।
সভায় বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, ২৬ মার্চ থেকে গত কয়েকদিনে কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় বিএনপি কর্মীরা রাতে বাসায় থাকতে পারে না। ব্লক রেইড করছে। অথচ প্রধানমন্ত্রীর বাসায় বসে বৈঠক করে হেফাজতে ইসলামের সঙ্গে চুক্তি করেছেন এবং প্রধানমন্ত্রীকে কওমি জননী হিসেবে উপাধি দেওয়া হয়েছে। তাহলে আমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত হলাম না আপনারা?
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা সবাই ব্যর্থ হয়েছি। গত ৫০ বছরে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছিলাম তার সবকিছু সরকার ধ্বংস করে দিয়েছে। এখন প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা।
সভাপতির বক্তব্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, করোনা সমস্যা মোকাবিলা জনগণকে নিয়ে করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে এটা করার কোনো উদ্যোগ নেই। জাতিকে ঐক্যবদ্ধ করে এই সমস্যা মোকাবিলা করতে হবে। জনগণের অংশীদারিত্ব ছাড়া এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়ে সমাধান করাই হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাজ। আমাদের সংবিধানে স্থানীয় সরকার প্রশ্নে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা স্বাধীনতার পর কখনও বাস্তবায়ন করা হয়নি।
জেএসডি নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ফারাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডির কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া, আ ক ম আনিছুর রহমান খান কামাল, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, সহসভাপতি তৌহিদুল হোসেন। প্রস্তাবনা উপস্থাপন করেন শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।
আরসি-০৩