সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৭:০৪ পূর্বাহ্ন
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জয়পুরহাটে আমানুল্লাহ আমান (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আমানকে উপজেলার বিয়ালা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুকে 'শিশু' বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত নেতা মামুনুলকে নিয়ে একটি পোস্ট দেন। তার পোস্টে বিভিন্ন জন কমেন্টস করেছেন। সেখানে আমানুল্লাহ আমান তার ব্যবহৃত “Aman Khan” নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্টস করেন। পরে সেটি ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় কালাই পৌরসভার পূর্বপাড়া মহল্লার মাহতাব উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে উপজেলার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে আমানুল্লাহ আমানকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে।
আরসি-০১