নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২১
০৮:২৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় দফায় 'লকডাউন ' ঘোষণা করেছে সরকার। কিন্তু তাতে ঠেকানো যাচ্ছে না যানবাহন ও মানুষের চলাচল। পুলিশের তৎপরতা তেমন চোখে পড়ছে না।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) তৃতীয় দফায় লকডাউনের প্রথমদিনে সিলেট নগর ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, জিন্দাবাজার, জিতু মিয়ার পয়েন্ট, বন্দরবাজার এলাকা ঘুরে দেখা যায়, ‘রাস্তায় বেরিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। যদিও তাদের অধিকাংশই নিত্যপ্রয়োজনীয় বাজার করতে বেরিয়েছেন। কিন্তু একটা বড় অংশই বেরিয়েছেন অপ্রয়োজনে। গত তিন দিন ধরে নগরের বিভিন্ন পয়েন্টে বাঁশের ব্যারিকেড থাকলেও ছিল না পুলিশের তেমন কোনো তৎপরতা। দুই একটি পয়েন্টে পুলিশকে কিছু যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এ সময় অনেকেই যানবাহন থেকে নামিয়ে দিতে দেখা যায়। যানবাহন ছাড়লেও পায়ে হেঁটেই গন্তব্যমুখে রওয়ানা হয়েছেন তারা।
নগর ঘুরে দেখ গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ফার্মেসী এবং কাঁচাবাজার ছাড়া নগরের সব শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে। তবে কিছু দোকানপাট অর্ধেক সাটার খুলে ব্যবস্যা পরিচালনা করছে। এছাড়া লকডাইনে সরকারের নির্দেশ মেনে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস৷ তবে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
এদিকে লকডাউনের অন্যান্য দিনের মতো এদিনও রাস্তায় হকারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই এসব ভাসমান দোকান থেকে প্রয়োজনীয় জিনিসষপত্র ক্রয় করছেন।
গত মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শতকের ঘর পার হলে চলমান লকডাউনের মেয়াদ তৃতীয় দফায় আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএইচ-০২/এএফ-০২