সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঢাকা পোস্টকে বলেন, ২০১৩ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রবিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ বলেছিলেন, মামুনুলের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল। আমরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম, পাশাপাশি এসব মামলার তদন্ত করছিলাম। তদন্তে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএ-০২