সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২১
০৫:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২১
০৬:১৮ অপরাহ্ন
সহিংসতা মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার তাঁকে আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ জানান, মামুনুল হক বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। আজ সোমবার সকাল ১০টার পর তাঁকে আদালতে নেওয়া হবে। তাঁকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
গতকাল রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের সভাপতি।
মোদিবিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী কেলেঙ্কারি, ২০১৩ সালে শাপলা চত্বরের নৈরাজ্য কিংবা সম্প্রতি দেশব্যাপী দফায় দফায় ভাঙচুর আর তাণ্ডব। এসব ঘটনায় হুকুমদাতা হিসেবে ঘুরে ফিরে নাম আসে হেফাজত নেতা মামুনুল হকের।
উল্লেখ্য, মোদিবিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী কেলেঙ্কারি, ২০১৩ সালে শাপলা চত্বরের নৈরাজ্য কিংবা সম্প্রতি দেশব্যাপী দফায় দফায় ভাঙচুর আর তাণ্ডব। এসব ঘটনায় হুকুমদাতা হিসেবে ঘুরে ফিরে নাম আসে হেফাজত নেতা মামুনুল হকের।
আরসি-০৩