সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২১
০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২১
০৬:৪৮ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের কর্মকাণ্ড বিষয়ে শনিবার ৫১ জন আলেমের পর দেশের আরও ৬২ জন আলেম গতকাল রোববার বিবৃতি দিয়েছেন।
মুফতি ড. কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত বিবৃতিতে হেফাজতের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- হোসাইন মুরতাজা, আজমির বিন কাসিমী, সাইফুল ইসলাম, আবু তালেব আল ফারাবী, রফিকুল ইসলাম, মোরতজা আমান, আমিন হোসেন বিলালী, আব্দুল হাকিম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, মাওলানা এহসানুল হক, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, বদর উদ্দিন প্রমুখ।
আরসি-০১