সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৯, ২০২১
০৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২১
০৩:৪৭ পূর্বাহ্ন
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের সঙ্গে নিজ দলের কারও জড়িত থাকার কথা বলেননি বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমার বক্তব্য গণমাধ্যমে বিকৃত করা হয়েছে। আমার সহজ-সরল মনের উক্তিগুলোকে বিকৃত করে কেটেছিঁড়ে ইচ্ছেমতো লাগিয়ে দেওয়া হয়েছে।’
আজ রবিবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।
ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন বলে দাবি করেছেন। মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেনো ওই কথা বলব? সরকার জড়িত নয়- এ বক্তব্যটি আমি কটাক্ষ করে বলেছি। এর অর্থ- সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন তরতাজা সত্যভাষী ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করলো গুম? আমি এটা বলতে চেয়েছি।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী- এই কথা কী আমি বলেছি- কেউ কী প্রমাণ করতে পারবে? এই কথাটা কী আমি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে বলতে পারি?’
মির্জা আব্বাস বলেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার সহজ-সরল মনের উক্তিগুলোকে বিকৃত করে যারা কেটে ছিঁড়ে, কাটপিস করে ইচ্ছামতো লাগিয়ে দিয়েছেন, কী কারণে করা হয়েছে তা আমি জানি না।’
মির্জা আব্বাস বলেন, ‘আমার শনিবারের বক্তব্যে সামনের অংশ, পেছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়-দায়িত্ব বহন করি না।’
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন ও অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।
এএফ/০২