সিলেটসহ দেশের ৫ শহরে দু’দশকে বেড়েছে তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন



সিলেটসহ দেশের ৫ শহরে দু’দশকে বেড়েছে তাপমাত্রা

নগরায়ণের ফলে গত দুই দশকে সিলেটসহ দেশের বড় পাঁচ শহরে তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়া অন্য চারটি শহরের মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী।

সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, গ্রামাঞ্চলের তুলনায় ঢাকায় ২ দশমিক ৭৪ ডিগ্রি, চট্টগ্রামে ১ দশমিক ৯২, খুলনায় ১ দশমিক ২৭, সিলেটে ১ দশমিক ১০ ও রাজশাহীতে শূন্য দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আবার ঢাকায় যেসব স্থানে উচ্চ ঘনবসতি রয়েছে সেখানকার তাপমাত্রা বাড়ার হার ৫ ডিগ্রি সেলসিয়াস।

‘সারফেস আরবান হিট আইল্যান্ড ইনটেনসিটি ইন ফাইভ মেজর সিটিজ অব বাংলাদেশ: প্যাটার্নস, ড্রাইভার অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে দেশের বড় শহরগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়ার এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও কানাডার ছয়জন গবেষক।

গবেষণার তথ্য অনুযায়ী, জনজীবনে তাপমাত্রা বাড়ার বিরূপ প্রভাব এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। তাপমাত্রার এ ভিন্নতায় দেখা দিচ্ছে রোগবালাইয়ের প্রকোপ। একসময় ঢাকায় ডেঙ্গুর প্রকোপ না থাকলেও এখন তা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নগরায়ণের ফলে শহরে ক্রমাগত কৃষিজমির পরিমাণ কমছে। একই সঙ্গে কমছে সবুজ আচ্ছাদিত জায়গাও। অধিক জনসংখ্যার চাপে নির্মাণ করতে হচ্ছে বহুতল ভবনসহ নানা অবকাঠামো। এসব অবকাঠামো নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে যেসব আনুষঙ্গিক উপাদান ব্যবহার করা হয়, তা তাপ অসংবেদনশীল। ফলে অধিকাংশ অবকাঠামো দিনের বেলা উত্তপ্ত থাকে, আবার রাতে যে হারে ঠাণ্ডা হওয়ার কথা তা না হয়ে তাপ ধরে রাখে। এ উদ্বৃত্ত তাপই আশপাশের পরিবেশের সঙ্গে মিশে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সিলেটসহ পাঁচ শহরে ভূমি ব্যবহারের যথাযথ নীতিমালা না মেনে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা অবকাঠামোর অধিকাংশই অপরিকল্পিত। ফলে শহরে দিন দিন কমছে গাছপালা ও খোলা জায়গার পরিমাণ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে গবেষক দলের একজন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্লানেটারি সায়েন্সেস বিভাগের আশরাফ দেওয়ান জানান, গবেষণায় যে পাঁচ শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তার সবগুলোতেই তাপমাত্রা গ্রামের তুলনায় বেড়েছে। গত দুই দশকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার নগরায়ণের ফলে কংক্রিটের বিভিন্ন অবকাঠামো তৈরির পরিমাণও কয়েক গুণ বেড়েছে। ফলে এসব শহরের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে।

আরসি-১৬