নগরে যান চলাচল বেড়েছে, মানুষও বের হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
১০:৩৮ অপরাহ্ন



নগরে যান চলাচল বেড়েছে, মানুষও বের হচ্ছেন

করোনা সংক্রমণ ঠেকাতে 'কঠোর লকডাউনের' চতুর্থ দিনে সিলেট নগরে যানচলাচল বেড়েছে। এদিন রিকশা, মোটরসাইকেলের সঙ্গে বেশ কিছু প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাও দেখা গেছে। গত তিনদিন থেকে নগরের মানুষের উপস্থিতিও বেড়েছে এদিন।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যদিও বিকেলে আম্বরখানা এলাকায় পুলিশকে অভিযান চালাতে দেখা গেছে।

বেলা ১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরের বন্দর বাজার, জিন্দবাজার আম্বরখানা, চৌহাট্টা, নয়াসড়ক, নাইওরপুলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহনের সংখ্যা বেড়েছে। প্রথম তিন দিনের মতো এদিনও রিকশা বেশি থাকলেও রাস্তায় ছিল উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা।

প্রথম তিন দিনের চেয়ে বেশি মানুষের উপস্থিতি আজ রাস্তায় দেখা গেছে। বেশিরভাগই ভিড় জমাচ্ছেন কাচাবাজারগুলোতে। সরকারের নির্দেশনা মেনে এদিনও নগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ ছিল। তবে নগরের বন্দরবাজার এলাকার কিছু দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। 

লকডাউনের প্রথম ৩ দিনে নগরে পুলিশের কড়াকড়ি উপস্থিতি থাকলেও আজ তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। বন্দরবাজার এলাকায় বাজার করতে আসা শামস উদ্দিন বলেন, 'আজ বাজার করতে এসে পরিবেশ অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। পুলিশের উপস্থিতি নেই, রিকশা,  অটোরিকশা সব পাওয়া যাচ্ছে।'

এনএইচ/আরসি-১০