ডা. মঈন স্মরণে বৈজ্ঞানিক সেমিনার ও স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৬, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০৭:০৫ পূর্বাহ্ন



ডা. মঈন স্মরণে বৈজ্ঞানিক সেমিনার ও স্মরণ সভা

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দেওয়া দেশের প্রথম চিকিৎসক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তৎকালীন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে চিকিৎসকদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান। 

গতকাল বৃহস্পতিবার ভার্চয়াল মাধ্যমে ‘কোভিড-১৯ এর বর্তমান অবস্থা এবং করোনার দ্বিতীয় ঢেউ ব্যবস্থাপনায় আমাদের করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ডা. মো. মঈন উদ্দিন স্মরণসভাও অনুষ্ঠিত হয়। 

ডা. মঈন উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী বৈজ্ঞানিক সেমিনার।

 

বাংলাদেশ ইনফেকশাস রোগ সোসাইটি বিএসআইটিডির সঙ্গে যৌথভাবে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদফতর এর এনসিডিসি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোভিড-১৯ জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য এবং বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলাম। 

বৈজ্ঞানিক সেমিনারে প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক এবং বিএসআইটিডি এর সভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ইসমাইল পাটোয়ারি।

সেমিনার শেষে প্রয়াত চিকিৎসক, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ  ডা. মঈন উদ্দিন স্মরণ সভায় তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.ফজলে রাব্বী চৌধুরী এবং সেমিনারের বৈজ্ঞানিক পার্টনার এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেলস অব মার্কেটিং ডা: মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

 

এএফ/০২