সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৬, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
হেফাজত ইসলামের সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। আদালত উভয়পক্ষের শুনানী শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে আটক করে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার দায়ের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।
গত ১৪ এপ্রিল বুধবার হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকা মীর হাজিরবাগ থেকে শরিফউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ২০১৩ সালের ৫ মে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
এ ছাড়া ১৩ এপ্রিল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদীকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ।
কেরানিগঞ্জ থানায় র্যাব-২ এর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন বাদী হয়ে মুফতি ইলিয়াসসহ মোট নয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধন -২০১৩) ১০/১১/১২/১৩ ধারায়। নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদিতা ও অপপ্রচার চালানোর অভিযোগে এই মামলাটি দায়ের করেন।
এই মামলা অপর আসামিরা হলেন- ইউনুস (৫৫), ইউসুফ (৫২), হেলেন (৫২), ফজলুর রহমান (৪০), মামুন (৪০), শরীফ হোসাইন (৩৫), জাকির হোসেন (২৯)ও শফিকুল ইসলাম (২৮)। ১২ এপ্রিল সোমবার রাতে কেরাণীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদরাসা থেকে ইলিয়াস হামিদীকে গ্রেপ্তার করে র্যাব।
বিএ-১২