লকডাউনের প্রথম দিনে আড়াই লাখ মুভমেন্ট পাস ইস্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন



লকডাউনের প্রথম দিনে আড়াই লাখ মুভমেন্ট পাস ইস্যু

দেশে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে পুলিশের বিশেষ ব্যবস্থায় নাগরিক মুভমেন্ট পাস আড়াই লাখ ইস্যু করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ৩৩ ঘণ্টায় এ পর্যন্ত মোট সাত কোটি ৮১ লাখ নাগরিক মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি।

এছাড়া গত ৩৩ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার জন মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার জনের নামে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

বিএ-০১