হেফাজতের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন



হেফাজতের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানী ঢাকায় সাখাওয়াত হোসেন (৪২) নামে আরও একজন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

লালবাগ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম হেফাজতের নেতা সাখাওয়াত হোসেনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে রাজধানীতে সহিংস ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ডিবি কার্যালয়ে নিয়ে সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেলে ডিবি যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে।

২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে আজ এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিএ-১২