সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২১
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৮:৩৭ অপরাহ্ন
সারাদেশে চলমান লকডাউনে বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হতে অ্যাপে নিবন্ধন করে ‘মুভমেন্ট পাস’ নিতে হচ্ছে রাজধানীবাসীকে। এই অ্যাপ চালুর পর সার্চ ইঞ্জিন গুগলে দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বার খোঁজ করা হয়েছে ‘মুভমেন্ট পাস’ বিষয়টি। অ্যাপে ‘হিট’ পড়েছে প্রায় ৩ কোটি।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ‘মুভমেন্ট পাস’ অ্যাপে সবমিলিয়ে ‘হিট’ পড়েছে দুই কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৫৯৫টি। আবেদন জমা পড়েছে দুই লাখ ২২ হাজার ২২৯টি। পাস পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৮৭৯ জন। প্রতি মিনিটে অ্যাপে ১৪ হাজার ৫৫৭ ক্লিক পড়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গণমাধ্যম) হায়দার আলী খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর পর্যন্ত দেশ থেকে গুগল সার্চে শীর্ষে আছে ‘মুভমেন্ট পাস’।
পুলিশ কর্মকর্তা জানান, movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করা যাবে। ওই সাইটে ঢুকে সংশ্লিষ্ট ফরম সঠিকভাবে পূরণের পর সেটি জমা দিলেই মুভমেন্ট পাস চলে আসবে। ডাউনলোডের পর তা প্রিন্ট করে বা মোবাইল ফোনে চলাচলের সময়ে কর্তব্যরত পুলিশকে দেখাতে হবে।
আরসি-১৩