সিলেটে মুভমেন্ট পাস ছাড়া চলাচলে বাঁধা পুলিশের

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৪, ২০২১
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৮:২৩ অপরাহ্ন



সিলেটে মুভমেন্ট পাস ছাড়া চলাচলে বাঁধা পুলিশের

মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউনের প্রথমদিনে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মুভমেন্ট পাস ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে ফিরিয়ে দিচ্ছে তারা। 

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ। 

সকাল ১০টা থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকায় 'কঠোর লকডাউন' কার্যকরে সিলেট মহানগর পুলিশের তৎপরতা দেখা যায়। নগরের গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে অভিযানও চালাতে দেখা গেছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

আজ সকাল থেকে সিলেট নগরের আম্বরখানা, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, মদীনা মার্কেট, দক্ষিণ সুরমার কদতলী পয়েন্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রাস্তায় পেয়ে হুশিয়ার করে বেশ কয়েকজনকে বাসায় ফিরিয়ে দেয় পুলিশ।

পুলিশ বলছে, লকডাউনের প্রথম দিনে কিছুটা ছাড় দিলেও দ্বিতীয় দিন থেকে কোন ছাড় দেয়া হবে না। এদিকে জনসচেতনার জন্য সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রচারণাও করা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, 'নগরের সব পয়েন্টেই পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষজনকে ঘরে রাখতে। মুভমেন্ট পাস ও জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের বাসায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।'

 

এএফ/০২