সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৩, ২০২১
০৯:২১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০৯:২১ অপরাহ্ন
করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চলাচল ও অন্যান্য কাজে সরকারি বিধি-নিষেধ ও নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামী ১৪ এপ্রিল ভোর ছয়টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে আরোপিত বিধি-নিষেধ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে।
বি এন-০৫