দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৩, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন



দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত ৯টায় ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই রেকর্ড স্পর্শ করল। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

তিনি আরও জানান, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। 

আরসি-০২