মামুনুলকে বহিষ্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: বাবুনগরী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন



মামুনুলকে বহিষ্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: বাবুনগরী

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত বলে জানিয়ছেন সংগঠনটি কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে কাউকে বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

রবিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর জুনায়েদ বাবুনগরী এসব বলেন। 

বৈঠক থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া আগামী ২৯ মে হাটহাজারী মাদরাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারীকে নিয়ে অবস্থান করার পর ঘেরাওয়ের শিকার হন মামুনুল হক। 

বিএ-০৭