দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২১
০৫:৩০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৫:৩০ অপরাহ্ন



দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে আবারও নতুন রেকর্ড হয়েছে। গতকাল শনিবার (১০ এপ্রিল) ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই নতুন রেকর্ড হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

এর আগে ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে রেকর্ড হয়েছিল।

প্রসঙ্গত, গত ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে ২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামতে আছে। বাকি সব তেল ও গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। তাই শনিবার রাত ৯টায় এই রেকর্ড হয়। ওই সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।’

 

এএফ/০২