সৈকতে ফের ভেসে এল মৃত তিমি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০৮:০১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৮:০১ অপরাহ্ন



সৈকতে ফের ভেসে এল মৃত তিমি

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতে এ তিমিটি ভেসে আসে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আরও একটি মৃত তিমি হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে এসেছিল। 

তিমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মৃত তিমি মাছটিকে তারা তাদের মুঠোফোনেও ধারণ করছেন। 

কক্সবাজার সমুদ্র সম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান বলেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি মারা যেতে পারে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক ২০ টনের মতো হবে। 

বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন বলেন, এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে আরও ২টি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। এসব তিমি সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে, যা খতিয়ে দেখা উচিত।

আরসি-০৯