খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন



খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

খ্যাতিমান সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান প্রবীণ এই সাংবাদিক। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।  হাসান শাহরিয়ার ফুসফুস জটিলতা, জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড না পাওয়ায় রাত দেড়টার দিকে তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান। 

আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) সাবেক আন্তর্জাতিক সভাপতি হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকলি গ্রামে জন্মগ্রহণ করেন। ষাটের এর দশকে দৈনিক ইত্তেফাক-এ সাংবাদিকতা শুরু করেন। এরপর পাকিস্তানের করাচিতে পড়াশুনা ও দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। সেখানেও ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। ২০০৮ সালে নির্বাহী সম্পাদক হিসেবে অবসর নেন। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩-৯৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 

 

আরসি-০৮/এএফ-০১